দুই সন্তানসহ রংধনু গ্রুপের মালিক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম, তার ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, রফিকুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভুয়া মর্টগেজ রেখে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের অনুকূলে ইসলামী ব্যাংকের চট্রগ্রামের আন্দরকিল্লা শাখা থেকে ১০০০ কোটি ঋণের নামে আত্মসাত করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যাদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট রফিকুল ইসলামসহ অন্যান্য বাক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমণ নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।