সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু ২ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনের সময়ে রাজধানীর ধানমন্ডিতে আব্দুল্লা সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাবের আদালত এই আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক ফজলুল হক খান।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
এদিন গভীররাতে রাজধানীট বাড্ডা এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল্লা সিদ্দিক। বিকাল ৩ টা ৪৫ মিনিটে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলাটি দায়ের করেন।