তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে ২৭.৯৩ শতাংশ

দেশে গত তিন বছরে দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ১৮.৭ শতাংশ। আজ সোমবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে 'ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫' শীর্ষক এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, অতি দারিদ্র্যের হারও গত তিন বছরে বেড়েছে। ২০২২ সালে অতি দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ, সেখানে ২০২৫ সালে এটি বেড়ে হয়েছে ৯.৩৫ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্ন ও মধ্যম শ্রেণির মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। তারা সংসার চালাচ্ছেন ধার-দেনা করে। তবে উচ্চবৃত্তের আয়ের চেয়ে ব্যয় কম। এছাড়া বেড়েছে বৈষম্য, হয়রানি। গত সরকারের আমলেও ঘুষ দিতে হতো, এখনো দিতে হয়। তবে সার্বিকভাবে ঘুষ দেওয়া কিছুটা কমলেও বর্তমানে কোনো কাজ করতে গিয়ে ঝামেলা এড়াতে বেশি ঘুষ দিচ্ছে মানুষ। আওয়ামী লীগের সময়ে যেটি ছিল ২১.৫১ শতাংশ, সেটি এখন বেড়ে হয়েছে ৩০.৭৯ শতাংশ।
দেশের আট হাজারেরও বেশি পরিবারের ওপর ভিত্তি করে জরিপটি পরিচালনা করা হয়।