জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য: বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসভবনের সামনে অবস্থান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে একটি গ্রুপ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারে মাসুদ আলম টিবিএসকে বলেন, 'বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে দুদক সংলগ্ন তার বাসার সামনে অবস্থান নিয়েছে সাত-আট জনের একটি গ্রুপ। আন্দোলনকারীরা নিজেদের এনসিপির নেতাকর্মী হিসাবে পরিচয় দিয়েছে।'
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তমা ফারিয়া টিবিএসকে বলেন, 'ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। কারণ তিনি বিপ্লবী ছাত্র-জনতাকে রাজাকারের বাচ্চা, কালো শক্তি ও অভিনেতা বলে উল্লেখ করেছেন।'
আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, দুদক কার্যালয় সংলগ্ন সেগুনবাগিচা কনকর্ডের সামনে ১২-১৪ জনের একটি দল 'ছাত্র জনতা'র ব্যানারে অবস্থান করছেন। তারা বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে আন্দোলনকারীদের অবস্থানের কারনে দুদকের সামনের রাস্তায় যানাচলাচলে ধীর গতি দেখা যায়।

উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানকে নিয়ে ক্রমাগতভাবে বিতর্কিত মন্তব্য করায় গতকাল বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিএনপির দপ্তরের একটি বিশ্বস্ত সূত্র টিবিএস-কে এ তথ্য নিশ্চিত করেছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, 'আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে আপনার বক্তব্য সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করেন, আপনার এ বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্ত। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিচ্ছেন।'
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্য করায় বিএনপির ফজলুর রহমানকে শোকজ
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশতাধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ছাত্র-জনতার বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।'
এতে ফজলুর রহমানকে উদ্দেশ করে বলা হয়েছে, 'এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।'