সুষ্ঠু নির্বাচন ও সাইবার বুলিং প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে শিক্ষার্থীদের ব্যবহৃত কয়েকটি অনলাইন গ্রুপ- 'ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ', 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১' এবং 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২'- অনতিবিলম্বে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। এসব গ্রুপ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন অভিযোগে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সব কার্যক্রম ও শাটল সার্ভিসও উক্ত সময় পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া ক্যাম্পাসে টানানো সব প্রচারণামূলক ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থী বা পক্ষ সেবামূলক কার্যক্রম, উপঢৌকন বিতরণ, অর্থ সহযোগিতা কিংবা আপ্যায়নের আয়োজন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।
এছাড়া প্রচারণার সময়সীমাও নির্ধারণ করেছে প্রশাসন।
২৫ আগস্ট পর্যন্ত কোনো প্রার্থী হল বা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
তবে এ সময়েও সামাজিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ-মাহফিল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।