দুই দিনের ‘ঐতিহাসিক’ সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ইসহাক দার বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই সফরকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করে। এটি আরও জানায়, ইসহাক দার বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
এদিকে, আজ সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের আয়োজনে একটি সংবর্ধনায় যোগ দেবেন ইসহাক দার। এ সময় তিনি দেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল রোববার তার মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। একান্ত বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংযুক্তি, মানুষের চলাচল সহজকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয় গুরুত্ব পাবে।
ওইদিন বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।