মুন্সীগঞ্জে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে নিখোঁজ ১, আটক ৪

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে তালতলা-ডহুরি খালে বাল্কহেডের সঙ্গে ধাক্কায় ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোবচনী বাজার সংলগ্ন খালে এঘটনা ঘটে।
নিখোঁজ কাদির সরদার (৫০) স্থানীয় চাষিরী এলাকার তালেব সরদারের ছেলে এবং দুর্ঘটনাকবলিত ট্রলারের মাঝি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একজন যাত্রী নিয়ে মাঝি কাদির সোবচনী বাজারের তীরে ট্রলারটি নোঙরের চেষ্টা করছিল। এসময় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে তেল নিতে নৌঙর করা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।
ট্রলারের যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মাঝি কাদির। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে তাকে খোঁজাখুজি শুরু করে। এখন পর্যন্ত কাদিরকে খুঁজে পাওয়া যায়নি।
টঙ্গিবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে রাতের বেলা ডুবুরি না থাকায় নদীর তলদেশে অভিযান সম্ভব হয়নি। সকালে ডুবুরি টিম দিয়ে অভিযান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ট্রলার ডুবির ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। বাল্কহেডটি জব্দ হিসেবে নৌ পুলিশের কাছে রাখা হয়েছে।