ডাকসু নির্বাচন: হল পর্যায়ে প্যানেল দিল ছাত্রদল, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে। তথ্য অনুযায়ী, নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে আংশিক প্যানেল দিলেও ছেলেদের ১৩টি হলে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।
বুধবার (২০ আগস্ট) দুপুরে এই প্যানেল ঘোষণা করা হয়।
গত ৮ আগস্ট ছাত্রদল হল কমিটি ঘোষণা করার পরই বিভিন্ন হলের শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখায়। ৯ আগস্ট মধ্যরাতে মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ অন্যান্য হলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা 'হল পলিটিকসের ঠিকানা/এই ক্যাম্পাসে হবে না', 'আবু সাঈদ, মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধ'সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে অন্য ছাত্রসংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ইতোমধ্যেই ঘোষণা করেছে যে তারা হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেবে না। তারা এককভাবে প্রার্থীদের সমর্থন জানাবে। তাদের অবস্থান হল ও একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতির বিরুদ্ধে।
এছাড়া ছাত্র অধিকার পরিষদ, বামজোট এবং ছাত্রশিবিরের পক্ষ থেকেও হল পর্যায়ে কোনো প্যানেল দেওয়া হয়নি।
ছাত্রদলের হল প্যানেল ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন অনেকে।
আলাউদ্দিন আল আজাদ নামের একজন শিক্ষার্থী বলেন, 'আমরা আশা করেছিলাম হলে ছাত্র রাজনীতি ঢুকবে না। ছাত্রদল এটা প্রথম ভঙ্গ করলো। হল পর্যায়ে ছাত্র রাজনীতি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ।'
আশিকুর রহমান জিম নামের একজন এজিএস প্রার্থী হল পর্যায়ে ছাত্রদলের প্যানেল দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'জুলাইয়ের কমিটমেন্ট হলো হল পর্যায়ে ছাত্র রাজনীতি থাকবে না।'
সকল গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি হল প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ করা তার অঙ্গীকার বলেও জানান তিনি ।