নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইমোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার খাগকান্দা ইউনিয়নের বাচেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া পরস্পরের বিরুদ্ধে অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকেদের নিয়ে আসার অভিযোগ তোলেন।
একপর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনেই তারা বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। এ সময় বেলায়েতের অনুসারীরা জাকারিয়ার অনুসারীদের মারধর করেন।
এ ঘটনার জেরে আজ বেলায়েতের অনুসারী ইদ্রিস আলীর বাড়িতে জাকারিয়ার অনুসারীরা হামলা চালায়। পরে উভয়পক্ষের সমর্থক ও গ্রামবাসী টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর ও লুটপাট চালানো হয় অন্তত ১০টি বাড়িতে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে অন্তত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানতে চাইলে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮-১০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।