গাজীপুরে ৭ হত্যা: সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে মাদ্রাসাপড়ুয়া ৭ ছাত্রকে 'জঙ্গি নাটক সাজিয়ে' হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক ডিএমপি কমিশনার নেয়ামুল আহাদ, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জিলানী, সাবেক ওসি মো. আক্তারুজ্জামান এবং সাবেক এসআই আক্তারুজ্জামান।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আরও জানান, একই দিন মানবতাবিরোধী অপরাধের মামলায় এক সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় বংশাল থানার ওসি ট্রাইব্যুনালে হাজির হন। ট্রাইব্যুনাল তাকে নির্দেশ দেন, যেই হোক—সাক্ষীকে হুমকি দিলে, তাকে আইনের আওতায় আনতে হবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানিতে বলা হয়, ২০১৬ সালে ৭ জন ছাত্রকে গুম করে গাজীপুরের জয়দেবপুরের একটি বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে জঙ্গি অভিযোগ চালিয়ে তাদেরকে হত্যা করা হয়।
ঘটনার সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেছিলেন, নিহতরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এবং তারা নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল।
এদিকে, আজ চানখারপুল হত্যাকাণ্ড মামলার সাক্ষী সুরক্ষার অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এসময় ট্রাইব্যুনাল তাকে উদ্দেশ্য করে বলেন, "সাক্ষীকে যারা হুমকি দেবে, সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না।"
অন্যদিকে, শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বইকে কেন্দ্র করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গোয়েন্দা নজরদারি শুরু করেছে।