চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার সিটি গেট এলাকায় সোমবার (১৮ আগস্ট) ভোরে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পার্ক করে রাখা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেওয়ার পর অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ব্যক্তিরা হলেন: আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। তারা প্রত্যেকেই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের যাচ্ছিল। তারা সবাই-ই পেশায় মাছ ব্যবসায়ী।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে মাছ ব্যবসায়ীদের বহনকারী পিকআপ ভ্যানটি পেছন থেকে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরীর সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
এর বাইরে দুর্ঘটনায় আহত অবস্থায় চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশি হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।