নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার দুপুরে নিজ জেলা মাগুরায় জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, 'নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ খুব রোপণ করছেন, তাদের বলব, আপনারা থামেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজা শুরু হওয়ার আগেই হবে। সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।'
তিনি বলেন, 'সরকার ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে। বর্ষা মৌসুমের পর জনগণের মাঝে ধীরে ধীরে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হবে।'
'নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীরা জনগণের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন এবং তখনই প্রকৃত নির্বাচনী আমেজ তৈরি হবে। এতে সব সন্দেহ দূর হবে', যোগ করেন প্রেস সচিব।
তিনি জানান, নির্বাচন কমিশন সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।