পিআর পদ্ধতির কথা বলে জামায়াত মানুষের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করছে: বিএনপি নেতা ফারুক

প্রচলিত নির্বাচনব্যবস্থার বদলে সংখ্যানুপাতিক ভোটের প্রতিনিধিত্বশীল নির্বাচনব্যবস্থা (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলে জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করে মানুষের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় শুক্রবার (১৫ আগস্ট) এমন মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ, গ্রেপ্তার, গুম, খুনের শিকার হওয়ার কথা স্মরণ করে ফারুক বলেন, নির্বাচন নিয়ে কেউ কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে দেশের মানুষই তার সমুচিত জবাব দেবে।
নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের চিন্তা করে কথা বলার হুঁশিয়ারিও দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ বলেন, যে-সব ছোট ছোট রাজনৈতিক দলের কোনো সংসদীয় আসনে একক ভোট নেই, তারাই কেবল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছেন।
নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশন যে-সব প্রস্তাব চূড়ান্ত করছে, সেগুলো অধ্যাদেশ হিসাবে জারি করার আগে বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার করার পরামর্শ দেন তিনি ।
তিনি আরও বলেন, 'জাতীয়তাবাদী দল এবং ছাত্রদল কোনো গুপ্ত সংগঠন নয় । আমরা আওয়ামী লীগের সাথে আপস করি নাই, মিলে মিশে গুপ্তভাবে কাজ করি নাই । গুপ্ত থেকে আওয়ামীলীগের কোনো সুযোগ সুবিধা নিই নাই । দেশ ও জনগণের স্বার্থে রাজপথে লড়াই করেছি আমরা।'
জুলাই গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) 'সরকারের আশীর্বাদপুষ্ট' উল্লেখ করে সাবেক এই সাংসদ বলেন, 'জেলা সফরে গিয়ে এনসিপি নেতারা সরকারি সার্কিট হাউজ, ডাক বাংলোতে অবস্থান করছেন। আর্মি, পুলিশ, র্যাব দিয়ে তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে। অথচ নতুন বন্দোবস্তের নামে এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।'
বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার ।