নওগাঁয় ছাত্রনেতাদের দখলে থাকা সরকারি জমি ৭ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ

নওগাঁর মান্দায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বেদখল হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের জমি সাত দিনের মধ্যে উদ্ধার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মান্দার আমলী আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
তিনি 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড'-এর অনলাইন সংস্করণে প্রকাশিত 'নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ' শিরোনামের প্রতিবেদন নজরে আসার কথা উল্লেখ করেন।
আদালত একইসঙ্গে সওজের মূল্যবান এই জমি দখলের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড'সহ আরেকটি অনলাইন নিউজ পোর্টালে নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ফেরিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় সওজের প্রায় এক কোটি টাকা মূল্যের জমি দখলের খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, মান্দার সাবেক ইউএনও শাহ আলম মিয়ার সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় তিন নেতা সেখানে রেস্তোরাঁ নির্মাণ করেছেন। এটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০০৩-এর ১১ ও ১৬ ধারার স্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১৯০(১)(সি) ধারা অনুযায়ী বিচারকের এই অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার রয়েছে।
সেই ক্ষমতাবলে বিচারক আগামী সাত কর্মদিবসের মধ্যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জমিটি উদ্ধার করে সওজ নওগাঁর নির্বাহী প্রকৌশলীর কাছে বুঝিয়ে দিতে নওগাঁ জেলা প্রশাসককে নির্দেশ দেন।
মান্দা আমলী আদালত-২ এর বেঞ্চ সহকারী আবু হাসানাত নয়ন বলেন, 'সওজের কোটি টাকার জমি দখলের পেছনে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিলের পর আদালত প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন।'