ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র নেওয়ার সময় শোভাযাত্রা করা যাবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন, ২০২৫-এর জন্য নতুন আচরণ বিধিমালা ঘোষণা করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, এবার প্রার্থীদের মনোনয়ন পত্র সশরীরে সংগ্রহ ও জমা দিতে হবে।
এছাড়া, মনোনয়ন পত্র সংগ্রহ বা জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং একসঙ্গে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
সোমবার (১১ আগস্ট) ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তা পর্যালোচনা ও যাচাই-বাছাই চলমান রয়েছে। যথাযথ তথ্য-প্রমাণ পাওয়া গেলে বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। সে সময় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩০ বছর। তবে আসন্ন নির্বাচনে প্রার্থীদের জন্য এই বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।
গত ২৯ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।