মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে রাখা গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর রমনা থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়ির যাত্রীদের সম্পর্কে বলা হয়, 'গাড়িতে রোগী আছে'। তবে দুদিন ধরে গাড়িটি পার্কিং থেকে বের না হওয়ায় সোমবার নিরাপত্তাকর্মীরা গাড়ির কাছে গিয়ে ভেতরে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ডিসি মাসুদ আলম টিবিএসকে বলেন, 'গাড়ির মালিকের পরিচয় পাওয়া গেছে। নিহতদের একজন চালক, অপরজন তার সহযোগী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানানো সম্ভব হয়নি।'