মানিক মিয়া অ্যাভিনিউয়ে রিকশা-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ২

ছবি: ফেসবুক
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটে।
শের-ই বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মানিক মিয়া এভিনিউতে একটি রিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি গাড়ি ও রিকশা থানায় আনা হচ্ছে।
সংঘর্ষ কখন ঘটেছে জানতে চাইলে ওসি বলেন, সন্ধ্যার পর এ বিষয়ে তারা জানতে পেরেছেন।