ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রদলের কমিটি, হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলের সময় শিক্ষার্থীরা 'ছাত্ররাজনীতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর' ইত্যাদি স্লোগান দেন।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে হল থেকে বের হয়ে টিএসসির দিকে মিছিল করেন। বিশেষ করে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে মিছিল শুরু করেন।
বিক্ষোভ মিছিলে বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, স্যার এ এফ রহমান হল, মহসিন হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছিলেন।
মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ হয় এবং এরপর শিক্ষার্থীরা ভিসি চত্বরে জড়ো হয়ে ছাত্ররাজনীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এর আগে রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা হল প্রভোস্ট বরাবর আবাসিক হলে ছাত্ররাজনীতি মুক্ত রাখার দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।