গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেতলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার কাছে এক সাংবাদিককে প্রকাশ্যে টেনে হিঁচড়ে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কাজ করেন।
নির্যাতনের ঘটনাটি ঘটে গত বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে, গাজীপুর সদর মেট্রো থানার কাছাকাছি এলাকায়। ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল লাইনের উত্তর পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি ফলের মার্কেটের সামনে এক যুবককে একদল ব্যক্তি পিটিয়ে ও টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাদের কেউ লাঠি দিয়ে মারছে, কেউ লাথি দিচ্ছে। কিছুদূর যাওয়ার পর একজন দুর্বৃত্ত উত্তেজিত হয়ে ইট দিয়ে একাধিকবার আঘাত করে যুবকের পা ও শরীর থেতলে দেয়। পরে হামলাকারীরা তার বুকের ওপর লাফিয়ে ওঠে এবং ইট দিয়ে পায়ের ওপর আঘাত করতে থাকে।
ভিডিওতে আরও দেখা যায়, এ সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও শুরুতে কোনো ব্যবস্থা নেয়নি। পরে যখন ইট দিয়ে আঘাত করা হয়, তখন একজন পুলিশ সদস্য এগিয়ে আসেন।
পরে পুলিশ আনোয়ার হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
জিএমপি সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে এবং ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, 'এ ঘটনাটি খুবই মর্মান্তিক। হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।'