৬০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরল ট্রলার, বিক্রি ৩৫ লাখ টাকায়

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে একদিনে ৬০ মণের বেশি ইলিশ ধরা পড়েছে। স্থানীয় পাইকারদের কাছে এসব ইলিশ বিক্রি হয়েছে ৩৫ লাখ টাকায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন জানান, চার দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান তিনি। পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় এই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
এরপর আরও দুই দিন মাছ ধরার পর সব মাছ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন। সেখানেই নিলামের মাধ্যমে প্রথম দিনের পাওয়া ৬০ মণের বেশি ইলিশ ৩৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।
তিনি আরও বলেন, "নদীর তুলনায় সমুদ্রে তুলনামূলকভাবে ভালো মাছ ধরা পড়ছে। তবে বেশিরভাগই ছোট সাইজের ইলিশ।"
আলীপুর মৎস্য বন্দরের আড়ৎদার জলিল হাওলাদার বলেন, "গত কয়েক দিন ধরে কিছু মাছ বন্দরে আসছে। মাছগুলোর সাইজ তুলনামূলকভাবে ছোট হলেও কিছু মাছ আসছে—এটাই ভালো খবর।" তিনি আরও বলেন, "বর্ষা মৌসুমই হচ্ছে ইলিশের মৌসুম। কিন্তু এই সময়ে পর্যাপ্ত ইলিশ না পাওয়া হতাশাজনক।"
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। তিনি বলেন, "বৃষ্টি থাকলে আরও বেশি ইলিশ ধরা পড়বে। আবহাওয়া স্বাভাবিক থাকলে ও পর্যাপ্ত বৃষ্টি হলে ভালো পরিমাণ মাছ ধরা পড়ার আশা করা যাচ্ছে।"