মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে হাসিনার ‘পলায়ন মুহূর্ত’ উদযাপন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের এক বছর পূর্তিতে আকাশে প্রতীকী হেলিকপ্টার, গ্যাসবেলুন উড়িয়ে উদযাপন করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টা ২৫ মিনিটে শেখ হাসিনার পলায়নের ক্ষণকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয় ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আজ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। '৩৬ জুলাই উদ্যাপন' শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয় বেলা ১২ টায়। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরতিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় উপস্থিত ছাত্র-জনতাকে। এ সময় তারা 'পলাইছে রে পালাইছে/খুনি হাসিনা পালাইছে', 'কথায় কথায় বাংলা ছাড়/ বাংলা কি তোর বাপ দাদার' ইত্যাদি স্লোগান দেন। এ সময় জনতা লাল, সবুজ রংয়ের ফ্লেয়ার ওড়ান।
সাইমুম শিল্পগোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ,শিল্পী তাসফি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।
এর পর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা হবে। অনুষ্ঠানের সবশেষ আকর্ষণ হিসেবে থাকবে আর্টসেল ব্যান্ডের গান।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে দলে দলে এ অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে আসা মো. ফয়সাল আহমেদ নামের একজন শিক্ষক বলেন, গত বছরের অবিস্মরণীয় বিজয়ের মুহূর্ত স্মরণে তিনি এসেছেন আজকের অনুষ্ঠানে । জুলাইয়ের খুনি ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি ।