জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বাংলাদেশ ব্যাংকে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর।
এ সময় বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এখন পর্যন্ত ৫৭ জন কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসব রক্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন রোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ইলিয়াস হোসেন বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদের স্মারণে এই কর্মসূচি আয়োজন করা হয়। এটা আগামীতেও অব্যাহত থাকবে।'
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. শামস্ তিবরীজ ভূঁইয়া বলেন, 'আমরা জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহিদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ-তরুণীকে, যাদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।'

তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংকের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে আমরা দৃঢ়ভাবে উচ্চারণ করছি—বাংলাদেশে ব্যাংককে অবশ্যই একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা শুধুই একটি দাবি নয়, বরং এটি একটি জাতীয় প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও ন্যায়ের প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই দিবসে আমরা সেই দাবি আরও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছি।'
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।