মিটফোর্ডে সোহাগ হত্যা: গ্রেপ্তার আরও ২ আসামি ৪ দিনের রিমান্ডে
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আসামির তারা হলেন—আবির হোসেন ও রোমান বেপারি।
গতকাল শনিবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ রিমান্ডের আদেশ দেন। রোববার (৩ আগস্ট) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার রাজধানী থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর ভাঙারি ব্যবসায়ী সোহাগকে একদল ব্যক্তি এলোপাতাড়ি পাথর ছুড়ে ও কুপিয়ে হত্যা করে। পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি অস্ত্র মামলা দায়ের করে। সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
