জাতিকে ধোঁকা দেওয়ার মতো রাজনৈতিক দল এখানে আছে বলে মনে করি না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশনে এত আলোচনার পর প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতিকে ধোকা দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল এখানে আছে বলে মনে করি না। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না, তাহলে আলোচনায় হতো না।
আজ বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে ২২তম দিনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, এখানে সব রাজনৈতিক দল প্রকাশ্যে জাতীয় আলোচনা করছে। জাতি দেখছে। এরপর সনদে প্রধান উপদেষ্টার সিগনেচারসহ জাতীয় নেতাদের সিগনেচার থাকবে। সেটা আবার ওয়েবসাইটে প্রকাশ হবে।
'এরপরেও কি কোনো পার্টি সাহস করবে এটা না মানার? আমার তো মনে হয় না এর চেয়ে বড় মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা দলিল হতে পারে', বলেন তিনি।
কমিশনের প্রস্তাবিত খসড়ার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, 'কমিশন একটা খসড়া দিয়েছে। সেখানে একটা অঙ্গীকারনামা আছে। একটা জায়গায় তারা বলেছেন, সংসদ গঠন হওয়ার দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে আমরা একমত।'