রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই এলাকায় অজ্ঞাতনামা লোকজন হামলা চালায়। তারা হিন্দু পাড়ার ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ভুক্তভোগী শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) গংগাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। মামলাটি গংগাচড়া মডেল থানায় নথিভুক্ত হয় (মামলা নম্বর- ৩৫, তারিখ- ২৯/০৭/২০২৫) এবং এতে দণ্ডবিধির ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারাগুলো যুক্ত করা হয়েছে।
মামলার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
এর আগে বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের কিশোর রঞ্জন কুমার রায়ের বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মাইকে উস্কানি দিয়ে শনিবার রাত ও রবিবার বিকেলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।