১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণ জানালেন চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিগত সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি চীন। তার ভাষায়, ওই সময়ে এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইয়াও ওয়েন।
বক্তব্যের সময় তিনি বলেন, 'খোলাখুলিভাবে বললে, গত ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে, তাই আমরা পুনঃযোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছি। তারা (বিএনপি ও জামায়াত) এ ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চায়।'
অনুষ্ঠানে এক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগ সরকারের সময়ে চীনের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে কীভাবে বাধা দেওয়া হতো। এর জবাবে ইয়াও ওয়েন বলেন, 'আমি বিশ্বাস করি, গত কয়েক বছরের পরিস্থিতি কেমন ছিল, তা এখানে উপস্থিত সাংবাদিকেরা অনুধাবন করতে পারেন। আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চাই না।'
সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল চীন সফর করে। গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনে সফর করে, যা হয় চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।
অন্যদিকে চলতি মাসে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল চীন সফর করে।