তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন

পরপর পাঁচটি প্রস্তাবে পূর্ণ ঐক্যমত না আসায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।
এসময় তিনি বলেন, 'আমরা গত কয়েকদিন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেছি। এসবের পরিপ্রেক্ষিতে আজকে সংশোধিত সমন্বিত প্রস্তাব দিয়েছি। কমিশনের প্রস্তাবে ৫ সদস্যের বাছাই কমিটি ছিল। কমিটিকে আরও এক্সপান্ড করার কথা বলেছি। সর্বশেষ সাবেক বিচারপতি এবং আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতিকে কমিটিতে রাখার কথা বলেছি।'
আলী রীয়াজ বলেন, 'শেষ ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ সংশোধনীর রুপে ফিরে যাওয়া যেখানে সর্বশেষ অপশন হিসেবে রাষ্ট্রপতি বাদ দেওয়া। তিনি বলেন, র্যাংকড চয়েজের ব্যাপারে ঐক্যমত আসছে না '
তিনি বলেন, 'এখানে বিচারপতিদের ইনক্লুড করে র্যাংকড চয়েজের ব্যাপারে বিএনপি আপত্তি জানিয়েছি। এমনকি এব্যাপারে সিদ্ধান্ত নিলে তারা নোট অব ডিসেন্ট দিতে পারে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত করবে। তিন চতুর্থাংশ দল কমিশনের প্রস্তাবকে সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করব তারা ভিন্নভাবে বিবেচনা করবেন।'
দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলী রীয়াজ বলেন, 'মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এখানে ঐক্যমত হয়নি। ন্যায়পাল নিয়োগের জন্য কমিটি গঠনের বিষয়ে সকলেই একমত। বিএনপি বাদে, তারা বলেছে ন্যায়পাল নিয়োগের আইনকে শক্তিশালী করতে।'
তিনি বলেন, 'আমরা রাজনৈতিক দলগুলোকে জানিয়েছি প্রথম ধাপের আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেটার তালিকা আগামীকাল দলগুলোকে পাঠানো হবে। আমরা এখনও আশাবাদী ৩১ তারিখের মধ্যে সনদের একটি পূর্ণাঙ্গ রুপ আমরা পাব।'