এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

মুজিববর্ষ ও মুজিব সিনেমাসহ নানা প্রকল্পে দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের বিরুদ্ধে তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৮ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী মো. ফিরোজ হোসেন মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদক, এনবিআর ও বিএফআইইউ-এর নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক এনায়েত উল্লাহ। মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার সাব্বির আজম ও মো. ফিরোজ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
রিটের পেছনে ২৩ জানুয়ারি ২০২৫ 'আমার দেশ' পত্রিকায় প্রকাশিত এশিয়াটিক গ্রুপের দুর্নীতির একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং অন্যান্য জাতীয় পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান নূরের নেতৃত্বে গ্রুপটি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিবশতবর্ষ, জয়বাংলা কনসার্টসহ বিভিন্ন প্রচার-প্রচারণার নামে হাজার হাজার কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছে।
এছাড়া বিগত ১৬ বছরে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান, এশিয়াটিক এমসিএল, এশিয়াটিক মাইন্ডশেয়ার, মিডিয়া কনসালট্যান্ট, ফরথট পিআর, এশিয়াটিক ইভেন্টসসহ স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, আইসিটি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের হাজার কোটি টাকার বিজ্ঞাপন বাজেট নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন:
আসাদুজ্জামান নূর, প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান
সারা যাকের, বর্তমান চেয়ারম্যান
ইরেশ যাকের, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও এশিয়াটিক ইএক্সপি'র ব্যবস্থাপনা পরিচালক
মোর্শেদ আলম, এশিয়াটিক মাইন্ডশেয়ার ও মিডিয়া কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
রেজাউল হাসান, এশিয়াটিক মাইন্ডশেয়ারের ম্যানেজিং পার্টনার
ইকরাম মইন চৌধুরী, ফরথটপিআর-এর ম্যানেজিং ডিরেক্টর
মোহাম্মদ হাসান ফারুক, ওয়েভমেকার (মিডিয়া কনসালট্যান্ট লিমিটেড)-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, উল্লিখিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী দুই মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে হবে।