‘বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অনুসন্ধানে বাধা নেই’

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অনুসন্ধানে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, 'চাঁদাবাজির মামলায় আটক বৈষম্যবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধানে কোনো বাধা নেই।'
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। গণমাধ্যমে এই নেতাদের বিপুল সম্পদের কথা উঠে এসেছে। কেউ কেউ বাড়ি-গাড়িও করছে।
তাদের সম্পত্তি কী দুদকের এখতিয়ারভুক্ত কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, 'চাদাঁবাজির বিষয়টি দুদকের এখতিয়ার নয়। তবে যদি কেউ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকে সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত।'
তিনি আরও বলেন, 'এই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই বিষয়ে অনুসন্ধান করতে আমাদের কোন বাধা নেই।'