মাইলস্টোন দুর্ঘটনায় আরও এক কিশোরের মৃত্যু, নিহত বেড়ে ৩৪
ডা. শাওন জানান, আয়ানের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত সোমবার (২১ জুলাই) একটি ক্রেন দিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিএএফ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ অপসারণ করা হচ্ছে। ফাইল ছবি: অলিদ ইবনে শাহ/টিবিএস
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ও পরবর্তী অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে—বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
১৪ বছর বয়সী শাহীল ফারাবি আয়ান শনিবার (২৮ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ডা. শাওন জানান, আয়ানের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।