স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান আসিফ মাহমুদ।
তিনি তার পোস্টে আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪ টি আইনের সংশোধনীও অনুমোদন করা হয়েছে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে— জাতীয় নির্বাচনের আগে নাকি পরে? এনিয়েই গভীর এক মতভেদ দেখা দিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী এ দুদলের মধ্যে এ নিয়ে বিরোধ চলছে।
এদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত দুটি কমিশন— জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ দিয়েছে। যেকারণে এনিয়ে বিতর্কের পাল্লা আরও ভারী হয়েছে। তবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছে অন্তর্বর্তী সরকার।