পুলিশি হেফাজতে নির্যাতনের পর মৃত্যু: ডিসি মাকসুদুরসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

যৌথ বাহিনীর হেফাজতে অমানবিক নির্যাতনের পর আসিফ শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকসুদুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের মা স্বপ্না বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যেকোনো উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে—দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাকারিয়া, দারুস সালাম থানার সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মতিউর রহমান, মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেনিন, ফর্মা খলিল এবং সিএনজি চালক ফরিদকে।
বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, 'আদালত মামলাটি আমলে নিয়ে যেকোনো উর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন।'
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই রাত ২টার দিকে পুলিশের পোশাকে ২৫-৩০ জনের একটি যৌথ বাহিনী শাহ আলী থানার ওসির পরিচয়ে বাদীর বাসায় হানা দেয়। তারা ঘর তছনছ করে এবং তার ছেলে আসিফ শিকদারকে চড়-থাপ্পড় মেরে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।
পরে ফজরের সময় পরিবারের কাছে খবর আসে, আসিফের কাপড় নষ্ট হয়ে গেছে, নতুন কাপড় পাঠাতে হবে। এরপর বাদী ছেলের সঙ্গে দেখা করতে চাইলে তাদের হুমকি দেওয়া হয়। সকাল ১১টার দিকে লোকমুখে তারা জানতে পারেন, আসিফ যৌথ বাহিনীর হেফাজতে মারা গেছেন।
নিহতের পরিবার বলছে, পুলিশি নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।