আহত, নিহত ও নিখোঁজদের তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি গঠন মাইলস্টোন কর্তৃপক্ষের

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বুধবার (২৩ জুলাই) অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী—মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।
এদিকে, কমিটি গঠনের বিষয়টি জানিয়ে আজ বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্টে তিনি বলেন, 'মাইলস্টোন কলেজে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইলস্টোনেরই ছাত্র-শিক্ষক-অভিভাবক সমন্বয়ে। এইখান থেকেই আহত-নিহত-ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ্য ক্রসচেক করা যাবে।'