উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে প্রবেশে আজ কড়াকড়ি

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের ভিড় এবং ব্যাপক জনসমাগম সামাল দিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
গতকালের ব্যাপক সমালোচনার পর আজ বার্ন ইনস্টিটিউটে প্রবেশে কঠোরতা আরোপ করা হলো। আইডি কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না সেনাবাহিনী।
আজ সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রবেশপথে দাঁড়িয়ে আছেন। সংবাদকর্মীদের সকাল ৮টার ব্রিফিংয়ের আগে আইডি কার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছে।
রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে কার আত্মীয়, রোগীর নাম এবং কোন ওয়ার্ডে আছেন। পরিচয় নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।
গতকাল সোমবার স্বজন ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। জনসমাগম নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের।
গতকাল আহত রোগী ও রোগীর স্বজনদের কাছে বাড়তি ভিড় দেখা যায়। ফলে আজ সকাল থেকেই সেনাবাহিনীর সহায়তায় বার্ন ইনস্টিটিউটে নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে।