ঘনবসতিপূর্ণ শহরের উপর দিয়ে প্রশিক্ষণ বিমান কেন: সেলিম রায়হান

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান।
রোববার (২১ জুলাই) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'এত ঘনবসতিপূর্ণ শহরের উপর দিয়ে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান কেন উড়বে? এ নিয়ে কী কোনো নিয়ম আছে? নাকি ইচ্ছেমতোই যেকেউ যা খুশি তাই করতে পারে?'
তিনি আরও লেখেন, 'আহত শিশুদের এই ছবি ও খবর নিতে পারছি না।'
ঘটনার পর সানেমের পক্ষ থেকে হতাহতদের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, জরুরি রক্ত প্রয়োজন হলে সানেমের পক্ষ থেকে সহায়তা করা হবে। এ জন্য যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে আসিবুর রহমান অঞ্জনের সঙ্গে, ফোন নম্বর: ০১৭০৮-৫২৩৪৫৪।
উল্লেখ্য, আজ দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখনও ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। পাশাপাশি, হাসপাতালে আহতদের পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স ও মেট্রো রেল ব্যবহার করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে, বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম গুরুতর আহত অবস্থায় মারা গেছেন।