মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: স্কুল ছাত্রী ফাতিমা নিহত, সাংবাদিক বাবার আহাজারি

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ফাতেমা নামের এক শিক্ষার্থী। তার পিতা লিয়ন মীর বৈশাখী টিভির সাংবাদিক।
লিয়ন মীরের সহকর্মী খালিদ ফরাজী মৃত্যুর ঘটনাটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে।
এর আগে, লিয়ন মীর তার সন্তানের খোঁজ চেয়ে আহাজারি করেন। ফেসবুক লাইভে এসে তিনি সন্তানের সন্ধান চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিতে দেওয়া লাইভে এ আহ্বান জানান তিনি।