প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা বাণিজ্য মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে বুধবার (১৬ জুলাই) আন্তঃমন্ত্রণালয় সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আমদানি-রপ্তানির অনেক কিছুতে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত এবং তাদের নিজস্ব আইনও আছে। তাই বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত বিষয়ে আমরা আজকে তাদের মতামত নিলাম।'
তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের শুল্কের বিষয়ে এখন নিয়মিত বৈঠক হবে। তারপর বাংলাদেশের অবস্থান পেপার প্রস্তুত করে আমরা যুক্তরাষ্ট্রকে পাঠাব। তার ভিত্তিতে দুই দেশের মধ্যে আলোচনা হবে।'
কবে নাগাদ বাংলাদেশ প্রস্তাব পাঠাবে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনও আমাদের জানায়নি।'
ইন্দোনেশিয়ার ওপর আরোপিত শুল্ক কমিয়ে ১৯% করা প্রসঙ্গে জানতে চাইলে, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান সচিব।