চট্টগ্রামে 'জুলাইয়ের গান ও ড্রোন শো', স্মৃতিচারণে উড়বে হাজারো ড্রোন

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে 'জুলাইয়ের গান এবং ড্রোন শো'। আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী শো।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শো-তে আকাশে একসাথে উড়বে প্রায় ১ হাজার ড্রোন, যা ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরবে জুলাইয়ের বিভিন্ন ঘটনা ও গাঁথা।
অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জেলা সার্কিট হাউজে একটি সমন্বয় সভায় এইসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় ফারুকী বলেন, 'এই আয়োজন কেবল স্মরণ নয়, এটি আমাদের জাতীয় চেতনার পুনর্জাগরণ। ড্রোন ডিসপ্লে'র মাধ্যমে তুলে ধরা হবে জুলাইয়ের বীরগাঁথা। চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো আগামীকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কীভাবে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশ কোন জায়গা থেকে এখানে এসে পৌঁছাল, সেটা আগামীকালকে তুলে ধরা হবে। '
ড্রোন শো দেখার জন্য লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সিএমপি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ড্রোন শো ছাড়াও মাসব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে: প্রতীকী ম্যারাথন, বৃক্ষরোপণ, ২৪-এর গ্রাফিতি প্রতিযোগিতা, শিশু শহীদদের স্মরণে গান-কবিতা-চিত্রাঙ্কন আয়োজন, 'মাদারস অব জুলাই' সমাবেশ, 'জুলাই হিরোস' সম্মাননা, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা সম্প্রচার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।