বাস মালিকদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি: যুবদল নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-শরীয়তপুর রুটে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শনিবার রাতে শরীয়তপুর সুপার সার্ভিস কোম্পানির মালিক ওয়ালি উল্লাহ খান বাদী হয়ে ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি বলেন, বাসের মালিকদের কাছে দাবির ঘটনায় মুশফিকুর রহমান ও তার ২৫ সহযোগীর বিরুদ্ধে চাঁদা দাবির ঘটনায় মামলা হয়েছে। মুশফিকুর একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ আছে। ওই রাজনৈতিক দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, শরীয়তপুরের সব ধরনের বাস ঢাকার যাত্রাবাড়ীতে নির্বিঘ্নেই যেতে পারছে। এখন আর চাঁদাবাজির কোন ঘটনা নেই।
জানা গেছে, মুশফিকুর ও তার সমর্থকেরা গত বুধবার থেকে ওই কোম্পানির কোনো বাস যাত্রাবাড়ী এলাকায় প্রবেশ করতে দিচ্ছিলেন না। এরই প্রতিবাদে গতকাল বিকেলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।