জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সোলাইমান সেলিমসহ ২ জন কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়, রিমান্ডে শেষে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এই আদেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিকালে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে দিয়ে তাদের আদালতের এজলাসে ওঠানো হয়।
তবে এদিন তাদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। আদালত প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে থেকে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে আসলে—আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। অনিককে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় অনিক কুমার দাস বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।