২০ দিন বন্ধের পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার, হোস্টেল খুলবে আগামীকাল

টানা আন্দোলন ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর আগামী শনিবার (১২ জুলাই) থেকে খুলছে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি)। এর আগের দিন শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে আবাসিক হলগুলো।
বুধবার (৯ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৮ জুলাই ডিএমসি'র জরুরি একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেয়া হয়েছে।
নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মে মাস থেকে ক্লাস বর্জন করছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে গত ২১ জুন কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত করে এবং শিক্ষার্থীদের হল ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল—ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস করা, নতুন আবাসন না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ, পুরোনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিযুক্ত করা।