যুবদল নেতা আরিফ হত্যা: সুব্রত বাইনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর হাতিরঝিলে যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার তার জামিন বাতিল ও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে সুব্রত বাইন পুনরায় মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন। তিনি আগ্নেয়াস্ত্র সংগ্রহ, সশস্ত্র মহড়ার প্রস্তুতি এবং গোপন বৈঠকের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়ানোর কাজ করেন বলেও তদন্তে উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় তার নির্দেশেই যুবদল নেতা আরিফ সিকদারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হত্যার মূল রহস্য উদঘাটন, সহযোগী ক্যাডারদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুব্রত বাইন ও আরিফ সিকদারের মধ্যে বিরোধ চলছিল। এই শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়।
গত ১৯ এপ্রিল রাতে নয়াটোলা মোড়ল গলির 'দি ঝিল ক্যাফে'র সামনে গুলি করা হয় যুবদল নেতা মো. আরিফ সিকদারকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যান তিনি। নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন—মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।
এর আগে, গত ২৭ মে যৌথবাহিনী অস্ত্রসহ সুব্রত বাইন, তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে ২৮ মে অস্ত্র আইনে করা মামলায় ঢাকার একটি আদালত সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।