সরকার মুরাদনগরের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মুরাদনগরে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন।
তিনি বলেন, 'কুমিল্লার মুরাদনগরের ঘটনায় যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।'
রবিবার (২৯ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, 'এ ঘটনায় প্রধান আসামিসহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।'
তিনি বলেন, 'আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যাভেদমেন্ট করেছি। আপনারা মাগুরার ক্ষেত্রে বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব। এটা আমরা বদ্ধপরিকর।'