চট্টগ্রামের ফৌজদারহাটে রেলের ইঞ্জিন লাইনচ্যুত
শুক্রবার (২০ জুন) সকাল ১১টা ২০মিনিটে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল সোয়া ৩টায়ও ইঞ্জিনটি উদ্ধার হয়নি।

ফাইল ছবি
চট্টগ্রামের ফৌজদারহাটে লাইট ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এসময় ইঞ্জিনের সঙ্গে কোনো কোচ নাই। এ ঘটনায় রেল চলাচলে কোনো প্রভাব পড়েনি।
শুক্রবার (২০ জুন) সকাল ১১টা ২০মিনিটে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল সোয়া ৩টায়ও ইঞ্জিনটি উদ্ধার হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুল ইসলাম।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, লাইট ইঞ্জিনটি ফৌজদারহাটের ঢাকাগামী লাইন থেক চ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি।