ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছে জামায়াত
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠকে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। বেলা ১১ টা ৫০ মিনিট নাগাদ জামায়াতের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। প্রতিনিধি দলে আছেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান।
আজ (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১ টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকের আলোচ্যসূচি হিসেবে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।
এর আগে, প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয় গত ৩ জুন, যেখানে ৩৩টি রাজনৈতিক দল অংশ নেয়। দ্বিতীয় দিনের বৈঠকে, সোমবার (১৭ জুন), অংশ নেয় ২৯টি দল। তবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সেদিন বৈঠকে অংশ নেয়নি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জামায়াত পরবর্তী বৈঠকে অংশ নেবে।
গতকালের বৈঠকে কেন অংশ নেননি জানতে চাইলে রফিকুল ইসলাম খান ইউএনবিকে বলেন, কারণটা পরে বলব, এখন নয়।
জানা গেছে, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ ব্রিফ করবেন৷
