তেহরানে গুরুতর ঝুঁকিতে ৪০০ বাংলাদেশি, নিরাপদে স্থানান্তরের উদ্যোগ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের রাজধানীর পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ বাংলাদেশিদের তেহরানের নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক।
এর আগে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি বর্তমানে গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে।
মঙ্গলবার (১৭ জুন) প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'ইরানে প্রায় ২ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে তেহরানে আছেন প্রায় ৪০০ জন, যাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরাও রয়েছেন। তাদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।'
তিনি জানান, 'আপনারা ইতোমধ্যেই জেনেছেন, গতকাল রেডিও তেহরানের কার্যালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। রেডিও তেহরানের বাংলা বিভাগে কমপক্ষে আটজন বাংলাদেশি সাংবাদিক কাজ করেন। হামলার সময় তারা অফিসেই ছিলেন। তবে তারা নিরাপদ ছিলেন।'
তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'এই স্থানান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা তেহরানে অবস্থানরত প্রায় ১০০ জন বাংলাদেশির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। তাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।'
তিনি আরও জানান, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে নিজের বাসভবন ছেড়ে তুলনামূলক নিরাপদ স্থানে সরে গেছেন।
দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ এই সংখ্যা প্রায় ৪০ জন বলে জানান তিনি।
ইরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া সহজ নয় উল্লেখ করে রুহুল আলম সিদ্দিক বলেন, 'ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো অত্যন্ত কঠিন। তবে আমরা বিকল্প পথ খুঁজছি।'
তিনি আরও বলেন, 'স্থলপথে ইরান থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিও নিরাপদ নয়।'
ইরানে বসবাসকারী সকল বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাদের আত্মীয়স্বজন জরুরি পরিস্থিতিতে দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নলিখিত মোবাইল ফোন নম্বরগুলিতে (হোয়াটসঅ্যাপ সহ) সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে-
বাংলাদেশ দূতাবাস, তেহরান হটলাইন:
১. +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
২. +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা হটলাইন:
+৮৮০১৭১২০১২৮৪৭