সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিলের দাবিতে আজও (১৭ জুন) সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন হচ্ছে।
বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঈদের ছুটির পর ১৬ জুন সোমবার আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। এদিনও তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
কর্মচারী নেতা নজরুল ইসলাম বলেন, 'আইন উপদেষ্টার নেতৃত্ব গঠিত কমিটি চাকরি অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করবেন বলে আমরা শুনেছি। কিন্তু আমরা সেটি মেনে নেব না।'
আরেক কর্মচারী নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'আমরা আঙুল এখনো সোজা রাখছি, বাঁকা করলে খবর আছে।'
সমাবেশ শেষে কর্মচারীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেন।
চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে গত ২৫ মে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি করা হয়।
এরপর থেকে কর্মচারীরা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।