ড. ইউনূস ও তারেকের বৈঠক নিয়ে বিএনপির সন্তোষ প্রকাশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি।
বৈঠক শেষে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খসরু বলেন, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সব দলের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে হবে।
জুলাই সনদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অলরেডি দেশে আলোচনা চলছে। আমাদের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আছে যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। সংস্কারের ব্যাপারেও তাই যে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার করব।
এর আগে লন্ডনের ডর্চেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সকাল সাড়ে ১০টায় তারেক রহমানকে হোটেল ত্যাগ করতে দেখা যায়।