যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কানাডা সফরে, সময়সূচি মিললে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে: প্রেস সচিব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।'
অধ্যাপক ইউনূস সোমবার সকালেই চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। শফিকুল আলম জানান, দুই পক্ষের মধ্যে বৈঠকের জন্য সময়সূচি সমন্বয়ের চেষ্টা চলছে।
তবে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এক্স-এর (সাবেক টুইটার) পোস্ট অনুযায়ী, গতকাল (১০ জুন) যুক্তরাজ্যেই ছিলেন তিনি। গত জুলাইয়ে সাউথপোর্টে নৃত্যক্লাসে ছুরিকাঘাতে খুন হওয়া বেবে কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগুইয়ারের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
এছাড়া, আজ তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সে 'প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চন্স' অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে বিবিসি।
গত ৪ জুন পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, লন্ডন সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং কিং চার্লস তৃতীয়ের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন।
আগামীকাল (১২ জুন) সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে 'হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করবেন। শান্তি, টেকসই উন্নয়ন ও সামাজিক সমন্বয়ের জন্য তার আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হচ্ছে।
এর আগে, ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান।
প্রেস সচিব শফিকুল আলম জানান, লন্ডনে পৌঁছানোর পর অধ্যাপক ইউনূস দুপুর ১২টায় ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওউটার ভ্যান ভার্শ এবং সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে পৃথক বৈঠক করেন।
শফিকুল আলম বলেন, 'আপনারা জানেন, বাংলাদেশে আমরা তৃতীয় টার্মিনাল খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তাই সেখানে গ্রাউন্ড সার্ভিস পরিচালনার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে মেনজিসের সঙ্গে বৈঠক হয়।'
এরপর দুপুর ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজে) সদস্যদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, সংস্কার কমিশনের অগ্রগতি এবং আসন্ন জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়।
এদিকে, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ে গতকাল লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী বছরের নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের জন্য সহযোগিতার প্রস্তাব দেন।
শার্লি আয়োরকর জানান, এই মাসের শেষ দিকে ঢাকায় একটি কমনওয়েলথ যুব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
লন্ডন সফরে আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে কূটনৈতিক ও উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ তিনি চ্যাথম হাউস, রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মূল বক্তব্য দেবেন। সফরের অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তারা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সম্পদ প্রত্যাবর্তন ও সমন্বিত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'এটি সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। আমরা আশা করি, এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল আসবে।'
এছাড়া, আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।