দ্বিতীয় ক্যাম্পাসের জন্য অবশিষ্ট ১১.৪০ একর জমি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য কেরানীগঞ্জের পশ্চিমদী মৌজায় অবশিষ্ট ১১.৪০ একর জমি বুঝে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে জমি হস্তান্তর করে।
এর মধ্যে দিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ২০০ একর জমি বুঝে পেল বিশ্ববিদ্যালয়টি।
এর আগে পশ্চিমদী মৌজায় ১৮৮.৬০ একর জমি অধিগ্রহণ করে ২০২০ সালের বছরের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছিল।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা-২ এ জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা-২ থেকে জমি হস্তান্তরের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে একনেকের এক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস গঠনের অনুমোদন দেওয়া হয়।